ব্যবহারের শর্তাবলী

ব্যবহারের শর্তাবলী
আমাদের পণ্য, সেবা, নাম, লোগো ইত্যাদি যে কোন বিষয়ের ক্ষেত্রে নীচে দেয়া এই শর্তগুলো প্রযোজ্য। এখানে “আমরা”, “আমাদের” ইত্যাদি বলতে “ইবট নিউজ” কে বুঝানো হয়েছে।
আমরা অনুরোধ করবো আপনি আমাদের এই শর্তগুলো খুব মনোযোগ দিয়ে পড়বেন। আমাদের সেবা ব্যবহার করার মাধ্যমে আপনি এটাই নিশ্চিত করছেন যে, আপনি আমাদের গোপনীয়তার নীতিমালা এবং ব্যবহারের নীতিমালা ভালোভাবে পড়েছেন, এবং বুঝতে পেরেছেন। এবং তারপরে এই সব নীতিমালা অনুযায়ী আমাদের পণ্য / সেবা ব্যবহার করছেন। আপনি যদি আমাদের প্রকাশিত গোপনীয়তার নীতিমালা এবং ব্যবহারের নীতিমালার সাথে একমত না হন, অথবা মানতে রাজি না হন, তাহলে আমাদের পণ্য / সেবা ব্যবহার থেকে বিরত থাকুন।
আমরা যেকোনো সময়ে, আমাদের নিজস্ব প্রয়োজনে এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখি। শর্তাবলী পরিবর্তন করার পরে, তার একটি কপি আমরা আমাদের পণ্য / সেবাতে অন্তর্ভুক্ত করবো। এর বাইরে যদি আমাদের প্রয়োজন পরে তাহলে আমরা আপনাদেরকে এই পরিবর্তন সম্পর্কে জানাবো।
এখানে আপনি পাবেন, ব্যবহারকারী হিসেবে আমাদের সাথে আপনার সম্পর্কের বিস্তারিত বর্ণনা, যা কিনা আপনার এবং আমাদের মাঝে যে কোন সমস্যার সমাধান করতে সাহায্য করবে। গোপনীয়তার নীতিমালা সম্পর্কে জানতে এইখানে যান।
- কপিরাইট এবং ট্রেডমার্ক
- সর্বশেষ ব্যবহারকারীকে অনুমতি
- প্রকাশিত সংবাদ এবং প্রকাশকের ওয়েবসাইট
- দায়বদ্ধতা
- সমস্যা এবং মধ্যস্থতা
- ক্ষতিপূরণ ও অন্যান্য
- সামগ্রিক চুক্তিনামা
- পরিবর্তন
- যোগাযোগ
কপিরাইট এবং ট্রেডমার্ক
যদি বিশেষ ভাবে বলা না থাকে, তাহলে আমাদের সেবার সাথে যুক্ত প্রতিটি জিনিষ কারো না কারো নামে কপিরাইট, ট্রেডমার্ক বা এই জাতীয় কোন চুক্তিবদ্ধ অবস্থাতে আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কোন কিছুই ব্যবহার করা যাবে না।
আমাদের নাম, লোগো, এপ্স, ওয়েবসাইট, ডিজাইন ইত্যাদি সব কিছুই আমাদের ইন্টেলেকচুয়াল প্রোপার্টি। এবং আমরা এগুলোর স্বত্বাধিকার। এই তথ্য গুলো রেজিস্ট্রেশন করা থাক বা না থাক, ইন্টেলেকচুয়াল প্রোপার্টির আইন অনুযায়ী আপনি এই লোগো, নাম ইত্যাদি কোন কিছুই নিজস্ব হিসেবে ব্যবহার করতে পারবেন না। আমাদের নাম, লোগো ইত্যাদি ব্যবহার করার জন্য অবশ্যই আমাদের কাছ থেকে আগে লিখিত অনুমতি নিতে হবে এবং অনুমতি পাবার পরেই ব্যবহার করা যাবে।
আমরা সেবা হিসেবে, আমাদের দেশের স্বনামধন্য সংবাদমাধ্যমগুলোর সংবাদ আপনাদের সামনে নিয়ে আসি। ফেয়ার ইউজেস আইন অনুযায়ী আমরা তাদের প্রকাশিত সংবাদগুলোর হেডিং এবং সর্বশেষ ব্যবহারকারীর প্রয়োজনে প্রথম ১/২ লাইন মুল সংবাদ এবং ছবি দেখাতে পারছি। আমরা কোন ভাবেই কোন সংবাদের নিজস্বতা দাবি করছি না। প্রতিটি সংবাদ তার নিজ নিজ প্রকাশনা মাধ্যমের নিজস্ব সম্পদ। প্রতিটি সংবাদের একটি নিজস্ব দায়বদ্ধতা আছে। যা শুধু মাত্র ওই সংবাদ প্রকাশকের। আমরা এর সাথে কোন ভাবেই জড়িত না। তাছাড়া তাদের নিজস্ব নাম, লোগো ইত্যাদিও তাদের নিজস্ব সম্পদ। কোন সংবাদ বা প্রকাশকের নাম, লোগো ইত্যাদি ব্যবহার করতে চাইলে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে অনুমতি নেবার অনুরোধ জানাচ্ছি। যদি কেউ তাদের অনুমতি ছাড়া তাদের ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ব্যবহার করে থাকে, তার জন্যে আমরা কোন ভাবেই দায়বদ্ধ না।
সর্বশেষ ব্যবহারকারীকে অনুমতি
আমাদের সব পণ্য এবং সেবা আমরা শুধু মাত্র সর্বশেষ ব্যবহারকারীকে ব্যবহার করার অনুমতি দিচ্ছি। এই অনুমতি শুরু হবে যতক্ষণ সে প্রত্যক্ষ ভাবে আমাদের সেবা গ্রহণ করছে ঠিক ততক্ষণ। প্রত্যক্ষ ভাবে সেবা গ্রহণ শেষ করার সাথে সাথে সে আমাদের সেবা ব্যবহার করার অনুমতি হারাবে। যেহেতু আমরা আপনাদের সামনে প্রকাশিত সংবাদ নিয়ে আসছি, এই ক্ষেত্রে প্রত্যক্ষ সেবা বলতে আমরা বোঝাতে চাচ্ছি যতক্ষণ সে আমাদের মোবাইল এপ্স অথবা ওয়েবসাইট ব্যবহার করে সরাসরি সংবাদ পাঠ করছে।
প্রকাশিত সংবাদ এবং প্রকাশকের ওয়েবসাইট
আমরা কোন সংবাদ প্রকাশক না। আমরা কখনই নিজস্ব সোর্স দিয়ে সংবাদ প্রকাশ করি না। তাছাড়াও আমরা কখনই আমাদের নিজস্ব মতামত, বিশ্বস্ত সংবাদের মত করে প্রকাশ করি না। আমরা দেশ্যের স্বনামধন্য সংবাদ প্রকাশকদের নিজস্ব সংবাদের একটা প্রিভিউ আপনাদের সামনে নিয়ে আসি। সম্পূর্ণ সংবাদ পড়ার জন্য আমরা আপনাকে ওই প্রকাশকের ভেরিফাইড ওয়েবসাইটে নিয়ে যাই । যা আমাদের সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রনের বাইরে। এবং ওই সংবাদ প্রকাশকের ওয়েবসাইটে যাবার পরে আপনি কি ধরনের কন্টেন্ট দেখবেন তা নির্ভর করে ওই প্রকাশকের উপরে। তাই সংবাদের সাথে প্রকাশিত সমস্ত মতামত, বিজ্ঞাপন ইত্যাদি সংবাদ প্রকাশকের নিজস্ব। আমরা এর সাথে কোন ভাবেই দায়বদ্ধ না।
দায়বদ্ধতা
আমরা কোন সংবাদ প্রকাশক না। দেশের স্বনামধন্য সংবাদ মাধ্যম থেকে আমরা খবর সংগ্রহ করে তা আপনাদের কাছে সরাসরি তুলে ধরি । আপনাদের কাছে পৌঁছানোর আগে, আমরা কোন এডিট বা মডিফিকেসন করি না। যেভাবে আমরা সংগ্রহ করেছি, ঠিক সেভাবেই আপনার সামনে তুলে ধরি। অর্থাৎ সংবাদের সব মতামত, লেখনী ইত্যাদি সব প্রকাশকের নিজস্ব। আমরা তাদের প্রকাশ করা কোন সংবাদের জন্য দায়বদ্ধ না।
আমাদের সেবার মাধ্যমে আপনি আপনার পছন্দ অনুযায়ী বিষয়ের উপর সংবাদ দেখতে পান। আপনি কোন বিষয়ের উপরে সংবাদ দেখতে চান তা সম্পূর্ণ ভাবে আপনার উপরে নির্ভর করে। আমরা কোন রকমের ফিল্টার ছাড়া, যে যে প্রকাশক ওই বিষয়ের উপরে সংবাদ প্রকাশ করেছে, সেই সেই সংবাদগুলো আপনার কাছে পৌঁছে দেই। আপনি কি ধরনের সংবাদ দেখছেন, তার উপরে আমাদের কোন দায়বদ্ধতা নেই।
যে কোন কারনে অনেক সময় দেখা যেতে পারে, আমাদের দেখানো হেডিং, প্রিভিউ আর ছবির সাথে মুল সংবাদের মিল নেই। এর একমাত্র কারণ হচ্ছে, সংবাদ প্রকাশক প্রথমে একরকম সংবাদ প্রকাশ করেছিলো, পরে যেকোনো কারনেই হোক, সে ওই সংবাদে কিছু পরিবর্তন করেছে। এরকম ক্ষেত্রে, এর সম্পূর্ণ দায়ভার সংবাদ প্রকাশকের। আমরা এর সাথে কোন ভাবেই দায়বদ্ধ না।
আমরা যথা সাধ্য চেষ্টা করি আপনাদের সামনে সর্বশেষ সংবাদ তুলে ধরার। তার সাথে আমরা এটাও চেষ্টা করি, আপনারা যেন সবসময় নিরবিচ্ছিন্ন ভাবে আমাদের সেবা ব্যবহার করতে পারেন। কিন্তু আমাদের কোন আইনগত বাধ্য বাধকতা নেই যে আপনাদের সামনে সংবাদ তুলে ধরতেই হবে, অথবা আপনাদের কাছে আমাদের সেবা পৌঁছে দিতেই হবে।
সমস্যা এবং মধ্যস্থতা
যদি কোন কারনে আমাদের সেবা, পণ্য বা অন্য কিছু নিয়ে আপনি অসন্তুষ্ট হন, সেই ক্ষেত্রে আমরা মনে করবো এটা আমাদের দুই পক্ষের জন্যেই একটা বিশেষ সুযোগ। আনুষ্ঠানিক ভাবে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে, আমরা অনুরোধ করবো, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আমরা আমাদের সর্বচ্চ দিয়ে চেষ্টা করবো সমস্যার সমাধান করতে। আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি রাগের মাথায়, শুধু মাত্র ইগোর কারনে ধৈর্য শক্তি হারিয়ে, আনুষ্ঠানিক ভাবে সমস্যা সমাধানের চাইতে চা-কফি খেতে খেতে অনানুষ্ঠানিকভাবে করা সমাধানগুলো বেশি কার্যকর হয়। আমরা কিছুটা হলেও বুঝদার মানুষ। আমরা কোন শত্রু চাই না, শুধু মাত্র বন্ধু চাই। যদি দেখি আমাদের ভুল তাহলে আমরা অবশ্যই সেই ভুল শুধরানোর চেষ্টা করবো। অন্য যেকোনো ক্ষেত্রেও আমরা বিশ্বাস করি আলোচনার মাধ্যমে আমরা যে কোন সমাধানে পৌছাতে পারবো।
ক্ষতিপূরণ ও অন্যান্য
আপনি এই মর্মে প্রত্যয়ন করছেন যে, আমাদের সার্ভিস ব্যবহার করার কারনে আপনি যদি কোন আর্থিক ক্ষতির সম্মুখীন হন, কোন মামলার সাথে জড়িত হন, কোন ব্যয়ের মধ্যে পড়তে হয়, অথবা অন্য কোন ঘটনার সম্মুখীন হন; আপনি আমাদেরকে তার জন্য দোষারোপ করবেন না। ক্ষতিপূরণ চাইবেন না। এবং প্রয়োজনে আমাদের যে কোন সাহায্যের জন্য প্রস্তুত থাকবেন।
সামগ্রিক চুক্তিনামা
গোপনীয়তার নীতিমালা, অস্বীকৃতিনামা এবং ব্যবহারের শর্তাবলী, এই সবগুলোর সমন্বয়ে আমাদের সামগ্রিক চুক্তিনামা সংগঠিত হয়েছে। আমাদের যে কোন পণ্য / সেবা ব্যবহার করার মাধ্যমে আপনি এটাই নিশ্চিত করছেন যে, আপনি এই সবগুলো তথ্যই মেনে নিয়েছেন। যদি আইনগত ভাবে দেখা যায়, কোন বিশেষ কারনে এই সামগ্রিক চুক্তিনামার কিছু অংশ প্রয়োগ করা যাচ্ছে না, ঠিক তখনও এই সামগ্রিক চুক্তিনামার বাকি অংশ সম্পূর্ণ ভাবে কার্যকর থাকবে। চুক্তিনামার যে কোন অংশ বানানো, প্রয়োগ করতে আমাদের অপরিপক্বতা প্রকাশ পেলেও, তা আমাদের অধিকার থেকে বঞ্চিত করে না।
পরিবর্তন
সামগ্রিক চুক্তিনামার প্রতিটি বিষয় পরিবর্তন যোগ্য । সময়ের সাথে সাথে, এবং প্রয়োজন অনুযায়ী আমরা যে কোন সময় এই তথ্যগুলো পরিবর্তনের অধিকার রাখি। যে কোন পরিবর্তনের ক্ষেত্রে, আমাদের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। নতুন পরিবর্তন সহ, সর্ব শেষ পরিবর্তনটা আপনারা সরাসরি ব্যবহার করার সময় দেখতে পাবেন। যদি আমরা প্রয়োজন মনে করি, তাহলে পরিবর্তন করার পরে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে সেই পরিবর্তন সম্পর্কে আপনাকে জানাব।
তাছাড়াও যদি কোন কারনে আপনাদের কোন পুরাতন পরিবর্তনের অংশের প্রয়োজন পরে, আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা সেই তথ্য আপনার কাছে পৌঁছে দিবো।
আমাদের সেবা ব্যবহার করার মাধ্যমে আপনি স্বয়ংক্রিয় ভাবে আমাদের এই চুক্তিনামার সব নীতি মেনে নিচ্ছেন।
যোগাযোগ
যে কোন বিষয় নিয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি কোন বিষয় নিয়ে আপনার বুঝতে সমস্যা হয়, অথবা আপনার যদি কোন সাজেশন থাকে আমাদের জন্য, আপনি নির্দ্বিধায় আমাদের কে ইমেইল পাঠাতে পারেন ebotnews@gmail.com ঠিকানায়।
তাছাড়া আমাদের দেয়া বিশেষ সেবার সম্পর্কে কিছু জানতে বা জানাতে সেবা প্রদানকারী এপ্স Ebot News এর Help & Feedback অপশন থেকে মেসেজ পাঠাতে পারেন।