সর্বশেষ সংবাদ, বিশেষ সংবাদ , শীর্ষস্থানীয় ঘটনা এবং লাইফস্টাইল, সব একসাথে
ভুয়া খবরের দিন শেষ। শুধু মাত্র আপনার জন্য, আপনার পছন্দের বিষয়গুলো নিয়ে, সব বিশেষ খবর একসাথে

বর্তমান সমস্যা
আমরা কিভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করছি
পাঠকের দৃষ্টিকোণ থেকে আমরা বোঝার চেষ্টা করেছি যে, ঠিক কি করলে একটা সংবাদ আমাদের কাছে বিশ্বাসযোগ্যতাটা পায়?
তাছাড়া এই আধুনিক যুগে সংবাদমাধ্যম, প্রকাশক ইত্যাদি থেকে আমরা কি আসা করি? কি করলে সংবাদের পরিপূরণ ব্যবহার হয়?
ভেরিফাইড প্রকাশক
অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে, গুজব বা ভুয়া খবর ছড়ানোর পিছনে মুলত দায়ী থাকে অবিশ্বস্ত কিছু সংবাদ প্রকাশক। এরা নিজেদের ব্যাক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য কোন একটা ভুয়া নিউজ বানায়। তারপর সেই ভুয়া নিউজটিকে কোন একটা মুখরোচক মোড়কের মাদ্ধমে কিছু অসচেতন পাঠকের কাছে পৌঁছে দেয়, যারা কিনা না বুঝেই বিনা মূল্যে এইসব নিউজ অন্যান্য লোকেদের মাঝখানে ছড়িয়ে দেয়। এই ভুয়া প্রকাশকরা যখন দেখে যে তাদের এই অপপ্রয়াস সার্থক হচ্ছে, তখন তারা চুপিসারে সার্কুলেশন থেকে নিজেদের নিউজটি সরিয়ে নেয়।
আমাদের অন্যতম লক্ষ্য হচ্ছে সাধারন জনগণকে এইসব ভুয়া প্রকাশকদের হাত থেকে রক্ষা করা। তারই প্রয়াস হিসেবে আমরা শুধু মাত্র আগে থেকে ভেরিফাই করা প্রকাশকদের নিউজ দেখাই। যাদের উপরে আমরা নিশ্চিত হতে পারি যে তারা ভুয়া নিউজ প্রকাশ করে না।
তার বাইরেও যদি দেখা যায় তারা অনৈতিক কিছু করেছে, তাহলে যেন তারা জবাবদিহি করতে বাধ্য থাকে, সেটা আমরা আপনাদের সহযোগিতা নিয়ে, আইনের সাহায্য নিয়ে নিশ্চিত করবো।
ব্যাক্তিগত সংবাদ
প্রতিটি মানুষের ব্যাক্তিত্ত আলাদা। পছন্দ আলাদা। আগ্রহ আলাদা। আপনি ব্যবসায়ী মানুষ, ইন্ডিয়ার কারিনা কাপুর তার ছেলেকে লাল সার্ট পরালো নাকি সবুজ সার্ট পরালো, তা জেনে আপনার লাভ নেই। অথবা আপনি ছাত্র মানুষ, পরীক্ষার প্রস্তুতই নিচ্ছেন, দেশের শেয়ার বাজারে কি হচ্ছে না হচ্ছে তা জানার আগ্রহ নেই। অথবা মনে করি আপনি চাকরিজীবি ছাপোষা মানুষ, সারাদিন বসের ঝারি খাবার পরে আর্জেন্টিনার মেসি কত টাকা ট্যাক্স ফাকি দিলো, তা জেনে আপনি কি করবেন? কিংবা আপনি চাকরির প্রস্তুতই নিচ্ছেন, সাধারন জ্ঞানের জন্য ভিন্ন ভিন্ন টপিকস খুঁজে খুঁজে বের করে পড়তে হয়। অথবা আপনি উঠতি ব্যবসায়ী, ইন্ডিয়া থেকে কসমেটিক এনে বিক্রি করেন, দেশের সব ব্যবসা বাণিজ্য, ভ্যাট ট্যাক্স, আমদানি রপ্তানি সব ধরনের খবর আপনার দরকার, তার পাশাপাশি ক্রিকেট খেলার উপর আপনার খুব আগ্রহ।
যা বলতে চাচ্ছি তা হচ্ছে, এখানে একজনের সাথে আরেকজনের আগ্রহ বা পছন্দ কোনটাই মিলে না। অর্থাৎ যার যেই বিষয় সম্পর্কে আগ্রহ, সে শুধু মাত্র সেই বিষয়ের উপরেই সংবাদ দেখতে পাবে, অপ্রয়োজনীয় বিষয়ের উপর নিউজ দেখে সময় নষ্ট হবে না।
মুল উৎস থেকে দেখা
আমরা মুখে মুখে যতই বলি না কেন, আমরা শুধু মাত্র ভেরিফাইড প্রকাশকের প্রকাশিত সংবাদই দেখাবো। আপনারা কেন আমাদের কথা বিশ্বাস করবেন। তাই আমরা মনে করি, যে কোন খবরের প্রিভিউ দেখার পরে, মুল সংবাদ দেখার জন্য, আসল প্রকাশকের ওয়েবসাইটে নিয়ে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বিশ্বাসযোগ্য পথ।
অর্থাৎ আপনি যখন পুরো খবর পড়ার জন্য ভেরিফাইড প্রকাশকের নিজস্ব ওয়েবসাইটে যাবেন, তখন আপনার মধ্যে এমনিতেই আত্মবিশ্বাস আসবে যে, “নাহ এই সংবাদের সত্যতার উপরে ভরসা করা যায়”।
সব সংবাদ এক জায়গাতেই
ভিন্ন ভিন্ন প্রকাশকের ভিন্ন ভিন্ন বিতরণ ব্যবস্থা। বিতরণ ব্যবস্থার জটিলতার কারনে আমরা বিকল্প হিসেবে ফেসবুক টাইপ সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। যা কিনা একদিকে আমাদের প্রচুর সময় নষ্ট করে, অন্যদিকে সত্যি খবরের মোড়কে জড়ানো ভুয়া খবরের সাথেও আমাদের পরিচয় করিয়ে দেয়। একই বিষয়ের উপরে ভিন্ন ভিন্ন মতাদর্শের প্রকাশকের সংবাদ একটি নির্দিষ্ট প্লাটফর্ম থেকে প্রকাশের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে চাই।
এখানে আপনি কি পাবেন
কেন আপনি ইবট নিউজ ব্যবহার করবেন
আমাদের সম্পর্কে

সত্যের চেয়ে শক্তিশালী কিছু নেই
আমরা বিশ্বাস করি যে, সত্যের চেয়ে শক্তিশালী কিছু নেই, এবং একটি চমৎকার ঘটনা দেশ, জাতি, জনগণের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ইচ্ছা, আমাদের চারপাশে ঘটে যাওয়া, এই সব চমৎকার ঘটনাগুলোকে আপনাদের সামনে তুলে ধরার। তারই লক্ষ্য নিয়ে আমাদের এই প্লাটফর্ম তৈরি করা।
এখানে আপনি পাবেন দেশের সব নামীদামী সংবাদ প্রকাশকদের প্রকাশিত সংবাদ একসাথে। রাজনৈতিক ঘটনা থেকে শুরু করে মহাকাশের ঘটে যাওয়া ঘটনা। তথ্য প্রযুক্তির খবর থেকে শুরু করে বেড়াতে যাবার খবর, সবই আছে এখানে।