সর্বশেষ সংবাদ, বিশেষ সংবাদ , শীর্ষস্থানীয় ঘটনা এবং লাইফস্টাইল, সব একসাথে

ভুয়া খবরের দিন শেষ। শুধু মাত্র আপনার জন্য, আপনার পছন্দের বিষয়গুলো নিয়ে, সব বিশেষ খবর একসাথে

ডাউনলোড করুন
figure-svg
hero-image
background-pattern
Current Problems

বর্তমান সমস্যা

ui-ux

পরিচিত সংবাদমাধ্যম

বর্তমানে আমাদের দেশে মোটামুটি বেশ কিছু সংখ্যক সংবাদ প্রকাশক আছে। এবং আরও নতুন কিছু অনুমোদনের অপেক্ষায় আছে। এটা একটা ভাল বিষয়। যত বেশি প্রকাশক, তত বেশি মতামত। একই বিষয়ের উপর ভিন্ন দৃষ্টিভঙ্গি আমাদের চিন্তাভাবনা কে প্রসারিত করে। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা মাত্র হাতে গোনা কয়েকটা সংবাদ প্রকাশক সম্পর্কে জানি, এবং শুধু মাত্র তাদের প্রকাশ করা সংবাদই পড়ে থাকি। অর্থাৎ এই নতুন প্রকাশকদের আলাদা দৃষ্টিভঙ্গি আমাদের নজরে আসার সুযোগই পায় না।

ui-ux

নির্ভরযোগ্য খবরের বিতরণ ব্যবস্থা

যত বেশি প্রকাশক, ততো বেশি বিতরণ পদ্ধতি। সব প্রকাশকেরই নিজস্ব একটি ওয়েবসাইট আছে। আবার তাদের মধ্যে কয়েকজনের মোবাইলে ফোনের এপ্সও আছে। সমস্যা হচ্ছে, মাত্র হাতে গোনা কয়েকজন ব্রাউজারের ট্যাবে আলাদা আলাদা কিছু প্রকাশকের ওয়েবসাইট খুলে রাখে। এবং তারচেয়েও কম সংখ্যক মানুষ তাদের মোবাইলে ওই সব এপ্স ইন্সটল করে থাকে। এতো এতো ওয়েবসাইট, এতো এতো এপ্সের মধ্যে সাধারন মানুষ কি ব্যবহার করে? এতো ওয়েবসাইট, এতো সব এপ্সের ঝামেলাতে না গিয়ে, অধিকাংশ মানুষ দেখা যায় ফেসবুক ব্যবহার করে তাদের প্রয়োজনীয় সংবাদ সংগ্রহের জন্য।

ui-ux

ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া

আমাদের দেশের অধিকাংশ মানুষেরই প্রযুক্তিগত জ্ঞান কম। তারা খবরের জন্যে ভেরিফাইড ওয়েবসাইট বা এপ্স ব্যবহার করে না। তারা ব্যবহার করে ফেসবুক, ইউটিউব ইত্যাদি। ফেসবুক আমাদের অনেক ধরনের খবরের সাথেই সংযুক্ত করে। কিন্তু প্রাথমিক সমস্যা হচ্ছে কোনটা সঠিক সংবাদ আর কোনটা গুজব, সেটা আলাদা করার মতো জ্ঞান আমাদের খুব কম লোকেরই আছে। প্রায় সময়েই দেখা যায়, আসল সংবাদের চেয়ে গুজব লোকজনের মাঝে বেশি ছড়ায়।

আর গুজবের চেয়েও বড় সমস্যা হচ্ছে সময় নষ্ট। অর্থাৎ ফেসবুক খোলার সাথে সাথেই কিন্তু আমরা কোন সংবাদ দেখতে পাই না। তাদের দেয়া হাবিজাবি ফিড দেখতে দেখতে, বেশ কিছুটা সময় নষ্ট করার পরে আমরা প্রয়োজনীয় খবর দেখতে পাই।

ui-ux

অনির্ভরযোগ্য সংবাদ মাধ্যম

প্রযুক্তির সহজলভ্যতার কারনে একটা ওয়েবসাইট এবং একটা ফেসবুক পেজ চালু করে খুব সহজেই এখন অনেকে নিজেকে সংবাদ প্রকাশক হিসেবে দাবি করতে পারে। অনেককেই দেখা যায় যে, কোন একটা বিশেষ ঘটনার আগে আগে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন সহ নানা ব্যবস্থার মাধ্যমে নিজেকে সংবাদ প্রকাশক হিসেবে স্থাপন করে। এই অবিশ্বস্ত প্রকাশকরা তাদের প্রয়োজন অনুযায়ী অনেক ভুয়া সংবাদ প্রকাশ করে। অনেকেরই দেখা যায় লক্ষ্য থাকে দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করা, অথবা শেয়ার বাজারে অস্থিতি তৈরি করা। তাদের প্রয়োজন মিটে যাবার সাথে সাথে তারা অদৃশ্য হয়ে যায়। যার কারনে তারা থাকে আইনের ধরা ছোঁয়ার বাইরে।

ui-ux

হলুদ সাংবাদিকতা

অনেক বড় বড় সংবাদ প্রকাশককেই দেখা যায় হলুদ সাংবাদিকতার আশ্রয় নিতে। নিজেদের ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য তারা মাঝে মাঝেই কিছু অদ্ভুত কাজ করে। দেখা যায় সময় মতো তারা দরকারি গুরুত্তপুর্ন সংবাদ প্রকাশ বাদ দিয়ে মুখরোচক, অপ্রয়োজনীয় এবং মাঝে মাঝে বিতর্কিত কিছু সংবাদ প্রকাশ করে। যা কিনা স্বাভাবিক দৃষ্টিতে ক্ষতিকর মনে না হলেও, তাদের মুল লক্ষ্য থাকে সাধারন জনগণের মনোযোগ ওই দরকারি ঘটনা থেকে সরিয়ে নেয়া। পরে আবার তারা ঠিকই ওই মুল গুরুত্বপূর্ণ ঘটনা প্রকাশ করে থাকে, যার কারনে তারা যে আগে আমাদের এই সূক্ষ্ম ভাবে নিয়ন্ত্রনের চেষ্টা করেছে তা আমরা কোন ভাবেই ধরতে পারি না।

ui-ux

ভাইরাল

ফেসবুক, টিক টক এরকম কিছু সোশ্যাল মিডিয়ার কারনে, প্রায়ই কোন না কোন বিষয় আমাদের দেশে ভাইরাল হচ্ছে। আর কোন একটা অদ্ভুত কারনে দেখা যায়, আমাদের অনেক প্রকাশকই নিজেরা খবর সংগ্রহ বাদ দিয়ে এইসব বিষয়ের উপরে সময় দিতে পছন্দ করে। হয়তো ভাইরাল বিষয়ের উপরে জনগণের আগ্রহ বেশি অথবা এই বিষয়গুলোর উপর সংবাদ বানাতে পরিশ্রম কম কে জানে? যদিও শুধু মাত্র ভাইরাল হবার কারনেই আমরা নুসরাত অথবা নোয়াখালীর গৃহবধূর সম্পর্কে জানতে পেরেছি। কিন্তু সেই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, সমাজের এই অসংগতিগুলোতো সংবাদ মাধ্যমের উচিৎ ছিলো আমাদের সামনে তুলে ধরা। কেনো ভাইরাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হলো?

ui-ux

একচোখা হরিণ

আমাদের সবারই নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে। আমরা অনেকে সরকারের পক্ষে, অনেকে সরকারের বিপক্ষে। আবার অনেকে হয় পুরোপুরি ধর্মমনা নয়তোবা মুক্তমনা। অধিকাংশ সংবাদ প্রকাশকই মুখে মুখে নিজেদের নিরপেক্ষ বললেও, ভিতরে ভিতরে কোন না কোন দল ঠিকই সমর্থন করে। তাদের সবারই নিজস্ব কোন না কোন মতামত আছে, বক্তব্য আছে। অনেকে স্বাধীনতাকে পুঁজি করে সংবাদ বিক্রির চেষ্টা করে। অনেকে ধর্মকে বিক্রির চেষ্টা করে। দেখা যায় আমরা সব সময় শুধু মাত্র আমাদের মতের সাথে মিল আছে এমন প্রকাশকদের সংবাদই গ্রহণ করে থাকি। এর কারনে আমরা একচোখা হরিণের মতো হয়ে যাই। শুধুমাত্র নিজেদের মতামতই সঠিক মনে হয়। অন্য পক্ষ সত্যিকারের কওন ভালো কাজ করলেও তার পিছনে কোন না কোন দুরভিসন্ধি আছে বলে মনে হয়।

ui-ux

অভিজ্ঞতার মূল্য

অধিকাংশ সময় অভিজ্ঞ সাংবাদিকদের শুধু মাত্র শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোই নিয়োগ দিয়ে থাকে। অনেক ছোট ছোট প্রকাশক এবং নতুন প্রকাশকরা সাংবাদিক হতে ইচ্ছুক এমন লোকজনকে নিয়োগ দিয়ে থাকে। যারা পেশায় হয়তো সাংবাদিক, কিন্তু তাদের সত্যিকারের সাংবাদিক হবার মতো জ্ঞান বা সংবাদ সংগ্রহের মাধ্যম বলতে কিছুই নেই। এমনকি তারা এটাও জানে না, কিভাবে একটা খবর কে গুছিয়ে লিখলে সেটা সর্ব সাধারনের কাছে গ্রহণযোগ্য হবে। তারা পাঠক আকৃষ্ট করার জন্যে বিভিন্ন ধরনের বাজওয়ার্ড ব্যবহার করে থাকে। এতে মাঝে মাঝে তারা কিছু পাঠকের দৃষ্টি আকর্ষণ করে হয়তো, কিন্তু ওই রিপোর্টগুলোতে কোন গভীরতাই থাকে না।

ui-ux

বুঝতে না পারা

আমাদের ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থার মুল লক্ষ্য হচ্ছে পাস করা, জ্ঞানঅর্জন করা না। এর কারনে আমাদের অধিকাংশরই পড়ার আগ্রহ কম। যার কারনে আমরা যে কোন বিষয়ে পড়ি ঠিকই, কিন্তু বুঝতে পারার মতো করে পড়ি না, যা ফলে মুল ভাব বুঝতেও পারি না। তাই দেখা যায়, হয়তো লেখক বলতে চাইছে এক জিনিশ, কিন্তু আমরা বুঝতে পারছি আরেক জিনিশ। আর সেই ভুল বিষয়ের উপরেই কোন না কোন প্রতিক্রিয়া দেখাই; সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি নয়তোবা চায়ের আড্ডায় ঝড় উঠাই।

Plan of Attack

আমরা কিভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করছি

পাঠকের দৃষ্টিকোণ থেকে আমরা বোঝার চেষ্টা করেছি যে, ঠিক কি করলে একটা সংবাদ আমাদের কাছে বিশ্বাসযোগ্যতাটা পায়?

তাছাড়া এই আধুনিক যুগে সংবাদমাধ্যম, প্রকাশক ইত্যাদি থেকে আমরা কি আসা করি? কি করলে সংবাদের পরিপূরণ ব্যবহার হয়?

ভেরিফাইড প্রকাশক

অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে, গুজব বা ভুয়া খবর ছড়ানোর পিছনে মুলত দায়ী থাকে অবিশ্বস্ত কিছু সংবাদ প্রকাশক। এরা নিজেদের ব্যাক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য কোন একটা ভুয়া নিউজ বানায়। তারপর সেই ভুয়া নিউজটিকে কোন একটা মুখরোচক মোড়কের মাদ্ধমে কিছু অসচেতন পাঠকের কাছে পৌঁছে দেয়, যারা কিনা না বুঝেই বিনা মূল্যে এইসব নিউজ অন্যান্য লোকেদের মাঝখানে ছড়িয়ে দেয়। এই ভুয়া প্রকাশকরা যখন দেখে যে তাদের এই অপপ্রয়াস সার্থক হচ্ছে, তখন তারা চুপিসারে সার্কুলেশন থেকে নিজেদের নিউজটি সরিয়ে নেয়।

আমাদের অন্যতম লক্ষ্য হচ্ছে সাধারন জনগণকে এইসব ভুয়া প্রকাশকদের হাত থেকে রক্ষা করা। তারই প্রয়াস হিসেবে আমরা শুধু মাত্র আগে থেকে ভেরিফাই করা প্রকাশকদের নিউজ দেখাই। যাদের উপরে আমরা নিশ্চিত হতে পারি যে তারা ভুয়া নিউজ প্রকাশ করে না।

তার বাইরেও যদি দেখা যায় তারা অনৈতিক কিছু করেছে, তাহলে যেন তারা জবাবদিহি করতে বাধ্য থাকে, সেটা আমরা আপনাদের সহযোগিতা নিয়ে, আইনের সাহায্য নিয়ে নিশ্চিত করবো।

ব্যাক্তিগত সংবাদ

প্রতিটি মানুষের ব্যাক্তিত্ত আলাদা। পছন্দ আলাদা। আগ্রহ আলাদা। আপনি ব্যবসায়ী মানুষ, ইন্ডিয়ার কারিনা কাপুর তার ছেলেকে লাল সার্ট পরালো নাকি সবুজ সার্ট পরালো, তা জেনে আপনার লাভ নেই। অথবা আপনি ছাত্র মানুষ, পরীক্ষার প্রস্তুতই নিচ্ছেন, দেশের শেয়ার বাজারে কি হচ্ছে না হচ্ছে তা জানার আগ্রহ নেই। অথবা মনে করি আপনি চাকরিজীবি ছাপোষা মানুষ, সারাদিন বসের ঝারি খাবার পরে আর্জেন্টিনার মেসি কত টাকা ট্যাক্স ফাকি দিলো, তা জেনে আপনি কি করবেন? কিংবা আপনি চাকরির প্রস্তুতই নিচ্ছেন, সাধারন জ্ঞানের জন্য ভিন্ন ভিন্ন টপিকস খুঁজে খুঁজে বের করে পড়তে হয়। অথবা আপনি উঠতি ব্যবসায়ী, ইন্ডিয়া থেকে কসমেটিক এনে বিক্রি করেন, দেশের সব ব্যবসা বাণিজ্য, ভ্যাট ট্যাক্স, আমদানি রপ্তানি সব ধরনের খবর আপনার দরকার, তার পাশাপাশি ক্রিকেট খেলার উপর আপনার খুব আগ্রহ।

যা বলতে চাচ্ছি তা হচ্ছে, এখানে একজনের সাথে আরেকজনের আগ্রহ বা পছন্দ কোনটাই মিলে না। অর্থাৎ যার যেই বিষয় সম্পর্কে আগ্রহ, সে শুধু মাত্র সেই বিষয়ের উপরেই সংবাদ দেখতে পাবে, অপ্রয়োজনীয় বিষয়ের উপর নিউজ দেখে সময় নষ্ট হবে না।

মুল উৎস থেকে দেখা

আমরা মুখে মুখে যতই বলি না কেন, আমরা শুধু মাত্র ভেরিফাইড প্রকাশকের প্রকাশিত সংবাদই দেখাবো। আপনারা কেন আমাদের কথা বিশ্বাস করবেন। তাই আমরা মনে করি, যে কোন খবরের প্রিভিউ দেখার পরে, মুল সংবাদ দেখার জন্য, আসল প্রকাশকের ওয়েবসাইটে নিয়ে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বিশ্বাসযোগ্য পথ।

অর্থাৎ আপনি যখন পুরো খবর পড়ার জন্য ভেরিফাইড প্রকাশকের নিজস্ব ওয়েবসাইটে যাবেন, তখন আপনার মধ্যে এমনিতেই আত্মবিশ্বাস আসবে যে, “নাহ এই সংবাদের সত্যতার উপরে ভরসা করা যায়”।

সব সংবাদ এক জায়গাতেই

ভিন্ন ভিন্ন প্রকাশকের ভিন্ন ভিন্ন বিতরণ ব্যবস্থা। বিতরণ ব্যবস্থার জটিলতার কারনে আমরা বিকল্প হিসেবে ফেসবুক টাইপ সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। যা কিনা একদিকে আমাদের প্রচুর সময় নষ্ট করে, অন্যদিকে সত্যি খবরের মোড়কে জড়ানো ভুয়া খবরের সাথেও আমাদের পরিচয় করিয়ে দেয়। একই বিষয়ের উপরে ভিন্ন ভিন্ন মতাদর্শের প্রকাশকের সংবাদ একটি নির্দিষ্ট প্লাটফর্ম থেকে প্রকাশের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে চাই।

background-pattern
Why use

কেন আপনি ইবট নিউজ ব্যবহার করবেন

ui-ux

সব সংবাদ এক জায়গায়

ভিন্ন ভিন্ন প্রকাশকের ভিন্ন ভিন্ন ওয়েবসাইট। আবার তাদের ভিন্ন ভিন্ন মোবাইল এপ্স। এত ওয়েবসাইট খুলে রাখা যেমন ঝামেলা তেমন এত মোবাইল এপ্স ইন্সটল করাও যন্ত্রণা। এত সব ঝামেলার কোন প্রয়োজনই নেই। সব প্রকাশক একসাথে, এক জায়গায়, আপনার হাতের মুঠোয়।

ui-ux

শুধুমাত্র সংবাদ - আর কিছুই না

ফেসবুক, ইউটিউব সহ যেকোনো সোশ্যাল মিডিয়ার মুল সমস্যা হচ্ছে, এক এরা আমাদের প্রচুর সময় নষ্ট করে, আর দুই প্রয়োজনীয় বিষয় থেকে আমাদের মনোযোগ সরিয়ে দেয়। কিন্তু এখানে আপনি পাবেন শুধুই সংবাদ। ভেরিফাইড প্রকাশকদের বিশুদ্ধ সংবাদ। এখানে এসে আপনাকে অনেকক্ষণ স্ক্রল করে সংবাদের জন্য অপেক্ষা করতে হবে না। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, অফিসের কলিগ বা বসের লাইফ, কারো নাটকেরই দর্শক হিসেবে অংশগ্রহণ করতে হবে না। এখানে আসার সাথে সাথেই আপনি পাবেন ওই মুহুর্তের বিশুদ্ধ সংবাদ।

ui-ux

আপনি চাকরিজীবী

বিরোধীদলের হরতাল চলছে, কোন পথে বাসায় গেলে বিপদে পড়বেন না, এই খবর জানার জন্য ফেসবুকে ঢুকলেন, আর আপনার ম্যানেজার এসে চিৎকার শুরু করলো, “কাজ ফাকি দিয়ে সারাদিন ফেসবুক চালান, কাজে কোন মনোযোগ নেই, দুই দিন পর পর ছুটি চান… “, আরো কত কথা।

অথবা সারা বছর কাজ করার পরে বছর শেষে বেতন বাড়লো ৫%, এইদিকে এই বছর মুদ্রাস্ফিতি হচ্ছে ৬%, অর্থাৎ বছর শেষে বেতন তো বাড়লোই না, বরং কমলো; এই খবর কিন্তু আপনি আপনার চল্লিশঊর্ধ্ব ফ্রেন্ডের অল্প বয়সি বউ নিয়ে ঘুরতে যাবার ছবির কারনে, ফেসবুকে নিউজ ফিডে সহজে খুঁজে পাবেন না।

বিরোধীদল আগামীকাল হরতাল ডাকলো কিনা; অথবা সড়ক দুর্ঘটনার প্রতিবাদে রাস্তা বন্ধ, কোন পথে গেলে দুর্ভোগ পোহাতে হবে না; অথবা কোন বাজারে গেলে জিনিশের দাম একটু কম পাবেন। এইরকম খবর গুলো আপনার জন্য খুবই দরকারি। সারাদিন পরিশ্রমের পরে এত এত ওয়েবসাইট খুলে নিউজ দেখতে আপনার ভালো লাগবে না। আবার ফেসবুকে ঢুকে ঘণ্টা খানেক স্ক্রল করার পরে, কারিনা কাপুরের ছেলের নাম ঠিকই জানতে পারবেন, কিন্তু যেটা আপনার কাজে লাগবে এমন কোন খবরই দেখবেন না। তাই আমরা মনে করি, আপনি আমাদের এই সার্ভিস ব্যবহার করতে পারেন। খুব সহজে, খুব দ্রুত চোখ বুলিয়ে আপনি আপনার প্রয়োজনীয় সব খবর পেয়ে যাবেন। ঘণ্টার পর ঘণ্টা নষ্ট করার কোন প্রয়োজনই নেই।

ui-ux

আপনি ব্যবসায়ী

ভারতে কৃষকেরা আন্দোলন করছে। তারমানে এই বছর কৃষি ক্ষেত্রে বিনিয়োগে সম্ভবনা বেশি। দেশের পরিবহন শ্রমিকরা আন্দোলন করছে দাবি আদায়ের জন্য। তারমানে রাজধানিতে পণ্য আনা নেয়ার ক্ষেত্রে অতিরিক্ত সাবধান থাকতে হবে। আমেরিকার শেয়ার বাজারে দরপতন হচ্ছে, যার প্রভাব দেশের শেয়ার বাজারেও পড়তে পারে। নাম করা ইকমার্স ওয়েবসাইট সম্পর্কে বাণিজ্য মন্ত্রনালয় থেকে বিশেষ অভিযান চালাচ্ছে, তাদের সাথে ভবিষ্যৎ সম্পর্ক রাখা উচিৎ হবে কি না? এরকম সব ঘটনাই আপনার জন্য খুব প্রয়োজনীয়। প্রতি মুহুর্তের খবর আপনাকে দেয় বিশেষ ক্ষমতা।

পুরনো দিনের বাংলা সিনেমার মতো আপনি পারেন দেশের সব সংবাদপত্রের গ্রাহক হতে, সারা সকাল আপনার কাটবে ১০-১২টা খবরের কাগজে চোখ বুলাতে বুলাতে। অথবা টিভিতে খবরের চ্যানেল ছেড়ে অপেক্ষা করতে পারেন বিজ্ঞাপন শেষ হবার। নয়তোবা পারেন আমাদের এই এপ্স নামিয়ে নিতে। একই বিষয়ের উপরে ভিন্ন ভিন্ন মতামত আপনাকে দেখাবে ঘটনার আসল চিত্র। যার কারণে আপনার সিদ্ধান্তটা হবে পরিপুর্ন। শুধু মাত্র আপনার প্রয়োজনীয় সব সংবাদ একসাথে, যেকোনো সময় আপনার হাতের মুঠোয়।

ui-ux

আপনি ছাত্র

ব্রাজিল-আর্জেন্টিনার খেলার খবর যেমন আপনার জন্য দরকার। তেমন নতুন আভেঞ্জার সিনেমাতে ভিলেন কে হচ্ছে সেটা জানাও আপনার জন্যে দরকার। শেয়ার বাজারে হাজার কোটি টাকার ঘাপলা আপনার মাথা ব্যথার কারন না হলেও, বিরোধী দল হরতাল বাতিল না করলে আগামীকাল ক্লাস পরীক্ষা বাতিল হবে কিনা, সেটা আপনার অবশ্যই মাথা ব্যথার কারন।

অন্য দিকে আপনার জীবনের একটা লক্ষ্য আছে। আর সেই লক্ষ্য অনুযায়ী আপনি নিজেকে প্রস্তুত করছেন। এর জন্য আপনার প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি, সমসাময়িক বিষয় সম্পর্কেও জানা থাকা প্রয়োজন।

আপনার হাতে আছে অফুরন্ত সময়, আপনি চাইলে যে কোন জায়গা থেকেই সংবাদ সংগ্রহ করতে পারেন। প্রকাশকের ওয়েবসাইট থেকেও সংবাদ সংগ্রহ করতে পারেন, আবার ফেসবুক থেকেও করতে পারেন।

কিন্তু আমরা মনে করি, প্রকাশকের ওয়েবসাইটে গিয়ে সংবাদ সংগ্রহের মতো এত সিরিয়াস সময় আপনার আসেনি। আবার সোশ্যাল মিডিয়া থেকে এক্স কার সাথে ঘোরাঘুরি করছে অথবা ক্রাশ আজকে কি করছে তা নিয়েই আপনার সময় কাটবে। তাই শুধু মাত্র খবরের জন্য আমাদের সাথে যুক্ত হতে পারেন। সারাদিন খুঁজে খুঁজে খবর রাখার চেয়ে, প্রতিদিন ২-৩ বার এপ্সে ঢুকে ১-২ মিনিট সময় দিলেই আপনার প্রয়োজন মিটে যাবে আসা করা যায়।

ui-ux

আপনি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন

দেশে চাকরির বাজার এমনিতেই ভয়াবহ খারাপ। তার উপরে প্রাইভেট চাকরিগুলোতে দেখা যায় মামা-চাচা ছাড়া চাকরি পাওয়াই যায় না। তার উপর উদ্যোক্তা হবার মতো মূলধন বা পিছনের সাপোর্ট কোনটাই আপনার নেই। এই সকল ক্ষেত্রে সার্কুলার অনুযায়ী চাকরির জন্য চেষ্টা করা ছাড়া আপনার আর কোন গতি নেই।

কোন ইন্ডাস্ট্রিতে সুযোগ সুবিধা বেশি, কোন কোম্পানি কর্মচারীদের পরোক্ষভাবে ঠকায়। এই ধরনের তথ্যগুলো তো আপনার দরকারই, তারচেয়েও আপনার বেশি প্রয়োজন সাম্প্রতিক ঘটনার সাথে সংযুক্ত থাকা। যেকোনো চাকরির লিখিত পরীক্ষাতে বেশ কিছু প্রশ্ন থাকে যার উত্তর সরাসরি নির্ভর করে সাম্প্রতিক ঘটনার উপরে।

আলাদা আলাদা ওয়েবসাইট, এপ্স বা ফেসবুক টাইপ কোন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সময় নষ্ট করার বদলে আমাদের সার্ভিস ব্যবহার করতে পারেন। যেখানে আপনি শুধু মাত্র আপনার প্রয়োজনীয় বিষয় সম্পর্কে খবর দেখতে পাবেন, অন্য কোন অপ্রয়োজনীয় বিষয়ের উপর নিউজ দেখে আপনার মূল্যবান সময় নষ্ট হবে না।

তাছাড়া আমাদের এপ্সের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমরা একই বিষয়ের উপরে ভিন্ন ভিন্ন মতামত প্রদর্শন করি। একই বিষয়ের উপরে ভিন্ন ভিন্ন মতামত আমাদের চিন্তাভাবনাকে শক্তিশালী করে, আমাদের শিক্ষা দেয়, কিভাবে একটা বিষয়ের উপর ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাবা যায়। যা আপনার চাকরি পাবার ক্ষেত্রে যেমন সহযোগিতা করবে, তেমনি ব্যক্তি জীবনেও সাহায্য করবে।

ui-ux

আপনি দেশের সচেতন নাগরিক

একটা গল্প আছে এরকম, এক দেশে একটা রাজা ছিল। তার প্রথম সন্তান জন্ম নেবার পরে, সে পাশের ঘর থেকে উকি দিয়ে তার ছেলেকে দেখার চেষ্টা করছিলো। এই ঘটনা প্রথম একজন প্রজা আরেকজন প্রজাকে বলার সময় বল্লো, “রাজা তার সন্তানকে দেখার জন্য শকুনের মতো উকি দিয়ে দেখেছিল”। কয়েকজনের মুখে ঘুরে কথাটা প্রথমে দাঁড়ালো এরকম, “রাজার একটা ছেলে হয়েছে, দেখতে শকুনের মতো”। আরো কিছুদিন পরে কথাটা দাঁড়ালো এরকম, “রাজার ছেলে শকুন হয়েছে”।

আমাদের দেশের গুজবের সমস্যা অনেকটা এরকম। বাজারে পেয়াজের দাম বেশি, এখনই বেশি করে কিনে মজুদ না করলে, পরে দাম আরও বেড়ে যেতে পারে, তখন সমস্যা হবে। অথবা পদ্মা সেতু বানাতে মানুষের কল্লা লাগবে। অথবা সন্তানের স্কুলে ভর্তির খবর নিতে গিয়ে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে মায়ের মৃত্যু। এরকম সব সমস্যার মুল কারণ হচ্ছে ফেসবুক টাইপ সোশ্যাল মিডিয়ার উপরে খবরের জন্য নির্ভর করা। কোনটা সত্যিকার সংবাদ মাধ্যম আর কোনটা ভুয়া প্রকাশক, তা আলাদা করতে না পারা। কিন্তু এতো এতো প্রকাশকের এতো এতো ওয়েবসাইট চালানো একটি ঝামেলার বিষয়। আর ফেসবুকে গেলে এক সময় নষ্ট তার উপর খবরের বিশ্বাসযোগ্যতা কম, তাহলে করার কি আছে? আপনি আমাদের সার্ভিস ব্যবহার করতে পারেন। যা কিনা শুধু মাত্র ভেরিফাইড প্রকাশকের নিউজই একমাত্র দেখিয়ে থাকে। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে, আপনার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে, সব ধরনের ভুয়া সংবাদ থেকে নিজে দুরে থাকা এবং এর সব ধরনের প্রচার বন্ধ করা।

ui-ux

আপনি টালটু

আপনি কাম কাজ কিছু করেন না। আজিরা আড্ডাবাজি করে সময় নষ্ট করেন। আর সবার সামনে গিয়ে গলাবাজি করে নিজের পাণ্ডিত্য জাহির করার চেষ্টা করেন। আপনার উচিৎ সবার আগে এই এপ্স ব্যবহার করা। দেশ বিদেশের যেকোনো সংবাদ আপনার জানা থাকা অতীব জরুরি। প্রতিনিয়ত সংবাদের সাথে সংযুক্ত না থাকলে, লোকজনের মাঝখানে গিয়ে জ্ঞান ফলাতে সমস্যা হতে পারে। তারা ভাবতে পারে আপনার বুদ্ধি কম, জ্ঞান কম। এইসব অপমানের হাত থেকে বাঁচার জন্য আপনার উচিৎ সবসময় আমাদের এই এপ্স ব্যবহার করা।

About

আমাদের সম্পর্কে

figure-svg
about-img

সত্যের চেয়ে শক্তিশালী কিছু নেই

আমরা বিশ্বাস করি যে, সত্যের চেয়ে শক্তিশালী কিছু নেই, এবং একটি চমৎকার ঘটনা দেশ, জাতি, জনগণের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ইচ্ছা, আমাদের চারপাশে ঘটে যাওয়া, এই সব চমৎকার ঘটনাগুলোকে আপনাদের সামনে তুলে ধরার। তারই লক্ষ্য নিয়ে আমাদের এই প্লাটফর্ম তৈরি করা।

এখানে আপনি পাবেন দেশের সব নামীদামী সংবাদ প্রকাশকদের প্রকাশিত সংবাদ একসাথে। রাজনৈতিক ঘটনা থেকে শুরু করে মহাকাশের ঘটে যাওয়া ঘটনা। তথ্য প্রযুক্তির খবর থেকে শুরু করে বেড়াতে যাবার খবর, সবই আছে এখানে।